শিকলে বন্দী জীবন
- Bayazid Hossain ১৭-০৫-২০২৪

মানুষ মানুষের জন্য সব করতে পারে।
সাত সাগর তের নদী পারি দিতে পারে,
বুক পানিতে ভিজে নীল পদ্ম এনে দিতে পারে।

কারো কারো জন্য নব্বইটিরও বেশি বসন্ত একা কাটিয়ে দিতে পারে
শত কষ্ট বুক চাপা দিয়েও হাসি-তামাশা
আর বেশি কথায় মত্ত হয়ে থাকে।
নিষ্ঠুর অতীত কিংবা অবহেলা পেয়েও,
ভালোবাসার কথা শুনিয়ে একাই চাঁদ উপভোগ করে।

শিকলে আটকানো জীবন কাটিয়েও হেঁসে দোয়া করে,
সময়ের স্রোতে হারিয়ে যায়, কোন দিন বলেনি,সে জানেও না।
মানুষ অনেক বেশি অভিনয় করতে পারে!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
১৯-০৫-২০২০ ০৩:২৯ মিঃ

অপূর্ব শব্দ